কুমিল্লায় বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

  • ২৮-Jun-২০১৯ ০৮:১৮ পূর্বাহ্ণ
Ads

 

:: ভোরের পাতা ডেস্ক ::

কুমিল্লায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ প্রশান্ত কুমার দাস (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (২৮ জুন) ভোরে জেলার সদর উপজেলার বিবিরবাজার সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত প্রশান্ত নগরীর মোগলটুলী এলাকার বাদল চন্দ্র দাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযানে বিবিরবাজার এলাকায় পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবি পাল্টা গুলি চালালে প্রশান্ত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আহত হয়। আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ৪ হাজার ৩৮৫ পিস ইয়াবা এবং ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

Ads
Ads