দুই যুবলীগ নেতা হত্যা: সাবেক এমপি রানার জামিন স্থগিতই থাকল

- ১-Jul-২০১৯ ০৬:০২ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
যুবলীগের দুই নেতা হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেয়া জামিন আরও এক সপ্তাহ স্থগিত রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে আগামী সোমবারের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল (সিপি) করতে বলা হয়েছে।
সোমবার (০১ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ১৯ জুন রানার জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষে তাকে জামিন দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। কিন্তু হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে।
এর পরিপ্রেক্ষিতে ২০ জুন আপিল বিভাগের চেম্বার বিচারাপতি মো. নূরুজ্জামান ১ জুলাই পর্যন্ত তার জামিন স্থগিত করেন।
/কে