এটিএম শামসুজ্জামানকে দেখতে বঙ্গবন্ধু মেডিকেলে ওবায়দুল কাদের

- ২-Jul-২০১৯ ০৮:১৯ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (০২ জুলাই) সকাল সোয়া ১১টার দিকে বিএসএমএমইউতে পৌঁছান ওবায়দুল কাদের। তার সঙ্গে ছিলেন বিএসএমএমইউর উপাচার্য কনক কান্তি বড়ুয়া, হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক এবং আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।
ওবায়দুল কাদের হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে বরেণ্য অভিনেতার চিকিৎসার খবর নেন।
পরে তিনি সাংভাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন এটিএম শামসুজ্জামান সাহেব একজন দেশবরেণ্য অভিনেতা। প্রধানমন্ত্রী তার চিকিৎসার সকল দায় দায়িত্ব নিয়েছেন। তার খোঁজ-খবর নিতে বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশেই এসেছি। হাসপাতালের চিকিৎসক বলেছেন, আগের চেয়ে শামসুজ্জামান সাহবের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার অবস্থা এখন উন্নতির দিকে।
পরিপাকতন্ত্রের জটিলতা নিয়ে দুই মাসের বেশি সময় ধরে চিকিৎসাধীন বড় ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান। ৭৫ পেরোনো এই অভিনেতাকে প্রথম ২৬ এপ্রিল ভর্তি করা হয় গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে। পরদিনই তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর অবস্থার উন্নতি হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েকবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অভিনেতার চিকিৎসার সব দায়িত্ব নেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার চিকিৎসায় আর্থিক সহায়তাও দেওয়া হয়। এবার তার রোজার ঈদও কাটে হাসপাতালে।
শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত ১৫ জুন তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকে সেখানেই আছেন এটিএম শামসুজ্জামান। ওবায়দুল কাদের একই হাসপাতালে চিকিৎসাধীন ঠাকুরগাঁওয়ের সাংসদ দবিরুল ইসলামকেও দেখেছেন।