তামিমের পর সৌম্যের বিদায়ে চাপে বাংলাদেশ

- ২-Jul-২০১৯ ০৩:০৩ অপরাহ্ন
:: স্পোর্টস ডেস্ক ::
বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতের দেওয়া ৩১৫ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। এর আগে এজবাস্টনে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩১৪ রান।
উদ্বোধানী জুটিতে সৌম্য সরকারের দারুণ এক জুটি গড়েন তামিম ইকবাল। তবে ১০ ওভারে মোহাম্মদ শামির বলে ইনসাইডেজ বোল্ড হলে নিজের ইনিংস আর বড় করতে পারেননি তামিম। ৩১ বলে তিনটি চারের সাহায্যে ২২ রান করেন এই বাঁহাতি।
তামিম ইকবাল আউট হওয়ার পর ৩৫ রানের ব্যবধানে ফেরেন অন্য ওপেনার সৌম্য সরকার। তার আগে ৩৮ বলে চারটি বাউন্ডারিতে ৩৩ রান করেন সৌম্য। তার বিদায়ে ১৫.১ ওভারে ৭৪ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ।
/কে