স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের!

- ২-Jul-২০১৯ ০৫:৪৪ অপরাহ্ন
:: স্পোর্টস ডেস্ক ::
ভারতের বিপক্ষে হার দিয়ে শেষ চারের আসা শেষ বাংলাদেশের। জয়ের আসায় ৩১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৮ রানে হেরে সেমির স্বপ্ন ভঙ্গ হলো টিম বাংলাদেশের।
টিকে থাকার লড়াইয়ে বিশ্বকাপের দ্বাদশ আসরে ভারতের মুখোমুখি হয়েছিল টাইগাররা। দু’দলের মহারণে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় ভারত অধিনায়ক বিরাট কোহলি। আগে ব্যাট করে বাংলাদেশের সামনে ৩১৫ রানের লক্ষ্য দিয়েছে বিশ্বকাপের ফেভারিট ভারত।
জবাবে রান তাড়া করতে নেমে সাকিবের ফিফটিতে ভালোভাবে এগোচ্ছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত জয় আর ধরা দেয়নি। ২৮ রানের পরাজয় মেনে নিয়েই সন্তুষ্ট থাকতে হলো।
বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন তামিম ও সৌম্য। দুজনেই বেশ দেখে খেলতে থাকেন। তবে ১০ম ওভারে এসেই হয় ছন্দপতন। শামীর বলে বোল্ড হন তামিম। এর আগে করেন ২২ রান।
সৌম্যও দারুণ শুরু করেন। তবে আরো একবার থামেন চল্লিশের ঘরে। হার্দিকের বলে ক্যাচ আউট হওয়ার আগে করেন ৩৩ রান। মুশফিকও অনুসরণ করেন সৌম্যর পথ। চাহালের বলে ২৪ করেই ফিরে যান তিনি। হার্দিকের বলে লিটন ২২ করে ফেরার পর টিকতে পারেননি সৈকতও। বুমরাহ সৈকতকে আউট করেন ৩ রানে।
শেষ ভরসা হয়ে ব্যাট করছিলেন সাকিব। তবে পান্ডিয়ার বলে ৬৬ রান করে তার বিদায়ে অনেকটাই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।
সাব্বির ও সাইফউদ্দিনের পঞ্চাশোর্ধ জুটিতে আবার ম্যাচে ফেরার স্বপ্ন দেখায়। তবে ৩৬ রান করে সাব্বিরের বিদায়ে সেই স্বপ্ন ধূসর হয়। মাশরাফীও ফিরলেন মাত্র ৮ রানে।
দলের হাল ধরা সাইফউদ্দিন শেষ পর্যন্ত আর পারলেন না দলকে তীরে ভিড়াতে।