চিলিকে হারিয়ে কোপার ফাইনালে পেরু, প্রতিপক্ষ ব্রাজিল

  • ৪-Jul-২০১৯ ০৪:৪১ পূর্বাহ্ণ
Ads

 

:: স্পোর্টস ডেস্ক ::

কোপা আমেরিকায় গত দুবারের চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে ফাইনাল নিশ্চিত করল পেরু। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় পোর্তো অ্যালেগ্রের অ্যারেনা দো গারমিয়োতে মুখোমুখি হয় দুই দল। তিনটি গোলের মধ্যে এডিসন ফ্লোরেজ ১টি, ইওশিমার ইওতুন ১টি ও পাওলো গুয়েরেরো ১টি করে গোল করেছেন।

আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় রাত দুইটায় শিরোপার লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হবে পেরু। এর আগে বুধবার আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ব্রাজিল ফাইনাল নিশ্চিত করে।

৪৪ বছর পর পেরু কোপার ফাইনালে উঠল। সর্বশেষ ১৯৭৫ সালে তারা ফাইনালে উঠেছিল। সেবার কলম্বিয়াকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তার আগে ১৯৩৯ সালে দক্ষিণ আমেরিকার সেরার মুকুট অর্জন করেছিল এই দলটি। অর্থাৎ, এবারের আগে তারা দুইবার ফাইনালে উঠে দুইবারই শিরোপা জিতেছে।

এদিন বল দখলের লড়াইয়ে পেরুর চেয়ে চিলি অনেক এগিয়ে ছিল। ৬৫ শতাংশ সময় ধরে তারা বল নিয়ন্ত্রণে রাখে। ৩৫ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে পেরু। চিলি টার্গেটে শট নেয় সাতটি। পেরু টার্গেটে শট নেয় ৩টি।

ম্যাচের প্রথমার্ধে পেরু ২-০ গোলে এগিয়ে ছিল। ২১তম মিনিটে এডিসন ফ্লোরেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। ৩৮তম মিনিটে ইওশিমার ইওতুন ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে চিলি ম্যাচে ফেরার জন্য মরণপণে চেষ্টা করলেও গোল করতে ব্যর্থ হয়েছে। উল্টা শেষদিকে আবার গোল হজম করে বসে গত দুই আসরের চ্যাম্পিয়নরা। (৯০+১) মিনিটে ম্যাচের তৃতীয় গোলটি করেন পাওলো গুয়েরেরো। (৯০+৫) মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে পারেনি চিলি। পেনাল্টি মিস করেন ভার্গাস।

গ্রুপ পর্বে পেরুর অবস্থা খুব ভালো ছিল না। ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে তারা কোয়ার্টার ফাইনালে ওঠে। গ্রুপ পর্বের ম্যাচে তারা ভেনেজুয়েলার বিপক্ষে গোলশূন্য ড্র করার পর বলিভিয়াকে ৩-১ গোলে পরাজিত করে। এরপর ব্রাজিলের বিপক্ষে ৫-০ গোলে হারে তারা। কোয়ার্টার ফাইনাল ম্যাচে উরুগুয়ের মতো শক্তিশালী দলকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে পরাজিত করে সেমিতে ওঠে দলটি।

Ads
Ads