ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরিতে আগুন

  • ৭-Jul-২০১৯ ০৬:৫৩ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার সময় গ্রন্থাগারের ভেতরে অনেক শিক্ষার্থী-কর্মকর্তারা ছিলেন। প্রচুর ধোঁয়া বের হতে দেখে শিক্ষার্থীরা দ্রুত বাইরে চলে আসেন। 

শিক্ষার্থীরা জানান, গ্রন্থাগারের পেছনের গেট সংলগ্ন জায়গায় বিদ্যুতের তার থেকে আগুন লাগে। শিক্ষার্থী কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভাতে সক্ষম হন।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জিয়াউর রহমান জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি দেশের সবচেয়ে সর্ববৃহৎ লাইব্রেরি হিসেবে পরিচিত। প্রতিদিন প্রায় এক হাজারের বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করেন।

Ads
Ads