আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত ১৪

  • ৭-Jul-২০১৯ ০৭:০১ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

আফগানিস্তানের ফারিয়াবপ্রদেশের একটি মার্কেটে তালেবানের মর্টার হামলায় অন্তত ১৪ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।

আফগান সেনাবাহিনীর মুখপাত্র হানিফ রেজায়ি বলেছেন, ফারিয়াবপ্রদেশের ওই মার্কেটটির কাছে সেনাবাহিনীর একটি চেকপয়েন্ট লক্ষ্য করে তালেবানরা গত শুক্রবার মর্টার শেলটি নিক্ষেপ করেছিল বলে ধারণা করা হচ্ছে। খবর এপির।

কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়ে মার্কেটে আঘাত হেনেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

এদিকে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ মর্টার হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, সরকারি বাহিনী তালেবানের সঙ্গে সংঘর্ষের সময় ওই মর্টার শেল ছুড়েছিল এবং তা বাজারে এসে পড়েছে।

Ads
Ads