ফাইনালে যেতে সহজ টার্গেট পেয়েছে ভারত

- ১০-Jul-২০১৯ ০৯:৫৫ পূর্বাহ্ণ
:: স্পোর্টস ডেস্ক ::
বৃষ্টিবিঘ্নিত বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে লক্ষ্যটা নাগালের মধ্যেই থাকলো ভারতের। একরকম সহজ টার্গেট পেয়েছে তারা। ভারতীয় বোলারদের তোপে প্রথমে ব্যাট করে –উইকেট হারিয়ে –রান তুলতে সক্ষম হলো নিউজিল্যান্ড।
বৃষ্টির কারণে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল স্থগিত হওয়ায় রিজার্ভ ডে’তে ফের মাঠে নামে ভারত ও নিউজিল্যান্ড। তবে অবশিষ্ট ২৩ বলে ব্যাটিং করতে নেমে সুবিধে করতে পারেনি কিউই ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৩৯ রান করে দলটি।
/কে