দ্বিতীয় সেমিতে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

- ১১-Jul-২০১৯ ০৯:০৯ পূর্বাহ্ণ
:: স্পোর্টস ডেস্ক ::
ভারতকে হারিয়ে বুধবার দ্বাদশ বিশ্বকাপে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। শিরোপা লড়াইয়ে রোববার তাদের প্রতিপক্ষ হবে কে ইংল্যান্ড না অস্ট্রেলিয়া? এ উত্তর খুঁজতেই বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকালে বার্মিংহামের এজবাস্টনে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হয়েছে অ্যারণ ফিঞ্চ ও ইয়ন মরগানের দল। তার আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অজিরা।
এরআগে লিগ পর্বে ইংলিশদের ৬৪ রানের বড় ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। তবে আজকের ম্যাচটা যেহেতু ফাইনালে ওঠার লড়াই। তাই সব দিক দিয়ে উভয় দলের কাছে গুরুত্ব একেবারে ভিন্ন।
/কে