সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী

- ১৩-Jul-২০১৯ ০৪:২৭ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
বঙ্গভবনে আজ সন্ধ্যায় একজন নতুন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী ইমরান আহমদকে পদোন্নতি দিয়ে মন্ত্রী এবং আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে। শনিবার সন্ধ্যায় তারা শপথ নেবেন।
মন্ত্রীপরিষদ বিভাগ জানায়, রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ধারা- ২ অনুযায়ী ইমরান আহমদকে পূর্ণমন্ত্রী এবং ফজিলাতুন নেসা ইন্দিরাকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
এর আগে গত ১৯ মে মন্ত্রিসভা সামান্য পুনর্বিন্যাস করা হয়েছিল।
/কে