এরশাদের মৃত্যুতে ফখরুলের শোক

- ১৪-Jul-২০১৯ ০৮:৫৩ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (১৪ জুলাই) দুপুর ২টায় মির্জা ফখরুল এক শোক বিবৃতি দেন।
দলের দফতর থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, সাবেক সেনাপ্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবার-পরিচজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এছাড়া এরশাদের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারসহ ক্ষমতাসীন আওয়ামী লীগের মন্ত্রীরা শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, বার্ধক্যজনিত কারণে এরশাদ দীর্ঘদিন অসুস্থ ছিলেন। রবিবার (১৪ জুলাই) সকাল পৌনে ৮টায় তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।