বায়তুল মোকাররমে এরশাদের তৃতীয় জানাজা সম্পন্ন

- ১৫-Jul-২০১৯ ১২:৫২ অপরাহ্ন
:: ভোরের পাতা ডেস্ক ::
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান মুহম্মদ এরশাদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নেমেছে।
সোমবার (১৫ জুলাই) বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার জানাজা পড়ান বায়তুল মোকাররম মসজিদের খতিব।
জানাজায় জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের, মশিউর রহমান রাঙ্গা, রুহুল আমিন হাওলাদার, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
জানাজার আগে দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এরশাদের জীবনী তুলে ধরেন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেন, বাংলাদেশের মানুষের জন্য তার বিপুল অবদান। ইসলামের জন্য তিনি অনেক কাজ করেছেন। মানুষ হিসেবে কথা ও কাজে ভুলক্রটি থাকতে পারে। আমি এরশাদের ভাই হিসেবে ক্ষমা চাই। দোয়া চাই। তাকে সবাই ক্ষমা করে দেবেন। তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন।
এর আগে বিকেল ৫টায় সাবেক রাষ্ট্রপতির মরদেহ ফ্রিজার ভ্যানে বায়তুল মোকাররম মসজিদে আনা হয়।
১০ দিন ধরে ঢাকার সিএমএইচ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা এরশাদ রোববার (১৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে মারা যান।