জাপানে স্টুডিওতে ‘নাশকতার’ আগুনে নিহত ২৩

  • ১৮-Jul-২০১৯ ১০:১৭ পূর্বাহ্ণ
Ads

:: সীমানা পেরিয়ে ডেস্ক ::

জাপানের কিয়োটোতে একটি এনিমেশন স্টুডিওতে সন্দেহজনক অগ্নিকান্ডে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেক মানুষ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে এক ব্যক্তি আকস্মিক কিয়োটো এনিমেশন কো. স্টুডিওতে প্রবেশ করে। ওই ব্যক্তির বয়স ৪১ বছর। সে স্টুডিওতে পেট্রোল ছিটিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুন লাগার পর পরই ভবনটিতে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপর পুরো ভবন দাউ দাউ করে জলতে থাকে।

এনএইচকে টেলিভিশন বলছে, এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। ওদিকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে এক ব্যক্তিকে। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।

স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে তিন তলাবিশিষ্ট ভবনে আগুন দেখা দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকটি ছুরি উদ্ধার করেছে বলে বলা হচ্ছে। তবে সন্দেহজনক ওই ব্যক্তির সঙ্গে স্টুডিও কোম্পানির কি সম্পর্ক তা জানা যায়নি।

Ads
Ads