রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বহু লোক আটকা

  • ২১-Jul-২০১৯ ০৭:৪২ পূর্বাহ্ণ
Ads

 

:: ভোরের পাতা ডেস্ক ::

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনের বেজমেন্টে আগুন লেগেছে। এতে ভবনটির ভেতরে আটকা পড়েছেন অনেক লোক।

রোববার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে শরিফ প্লাজায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার পরপরই ভেতরে আটকা পড়া লোকদের অনেকে জীবন বাঁচাতে সহায়তা চাইছেন। ভেতর থেকে চিৎকার আর আর্তনাদ আসছে। খবর পেয়ে ফায়ার সার্ভির কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছেন।

ঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ২৩ মিনিটের দিকে বনানীর শরিফ প্লাজায় আগুন লাগে। আগুন লাগার খবর জানতে পেরে ঘটনাস্থলে ৪টি ইউনিট পাঠিয়েছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।

 

/কে 

Ads
Ads