বিদ্রোহী স্লোগানের মুখে বক্তব্য দিতে পারলেন না গোলাম রাব্বানী

  • ২১-Jul-২০১৯ ০১:৩৩ অপরাহ্ন
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দ্বিতীয় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে কথা বলতে পারেননি সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। বক্তব্য দিতে উঠেও বিদ্রোহী স্লোগানের মুখে তিনি নিজ আসনে ফিরে যান।

শনিবার (২০ জুলাই) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে সাড়ে ৪টার দিকে বক্তব্য দিতে উঠেন গোলাম রাব্বানী।

তবে এসময় মঞ্চের সামনে থাকা কর্মীরা, ‘সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’ বলে স্লোগান দিতে থাকেন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ সময় স্লোগান বন্ধ করতে বললেও জবি শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আল আমিন শেখের নেতৃত্বে স্লোগান অব্যাহত থাকে। এক পর্যায়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর হস্তক্ষেপে স্লোগান বন্ধ হয়। তবে গোলাম রব্বানী বক্তব্য না দিয়ে মঞ্চের চেয়ারে গিয়ে বসে পড়েন।

এ সময় আল আমিন শেখকে উদ্দেশ করে নজরুল ইসলাম বাবু বলেন, আল আমিন তুমি অনুষ্ঠানের পরিবেশ নষ্ট করো না।

তবে গোলাম রাব্বানী বক্তব্য দিতে ওঠার পর স্লোগান দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন আল আমিন। তবে সিন্ডিকেট নিয়ে স্লোগানের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, জবি ছাত্রলীগ দীর্ঘদিন ধরেই সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। আমরা চাই জবিতে সিন্ডিকেটের কমিটি না, শেখ হাসিনার ছাত্রলীগ প্রতিষ্ঠিত হোক।

Ads
Ads