বান্দরবানে ইউনিয়ন আ’লীগ সভাপতিকে গুলি করে হত্যা

- ২২-Jul-২০১৯ ১০:৪১ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
বান্দরবানের তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মং মং মারমাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সোমবার (২২ জুলাই) সকালে সদর উপজেলার রুলাইং এলাকায় এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ওসি শহীদুল ইসলাম। তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা খুন করেছে, কী কারণে এ হত্যাকাণ্ড- এ বিষয়ে বিস্তারিত এখনই কিছু বলা যাচ্ছে না।
মং মং মারমা দীর্ঘদিন ধরে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২২ জুলাই) দুপুরে বান্দরবান সদর উপজেলার রুলাইং নামক এলাকায় সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) কে দায়ী করলেও বরাবরের মতো জেএসএস এই হত্যাকাণ্ডে তারা কোনভাবেই জড়িত নয় বলে দাবি করেন।
বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ সভাপতি একে এম জাহাঙ্গীর বলেন, আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার পূর্বক যথাযথ শাস্তির দাবি করছি।
/কে