লাইসেন্স বাতিল: ৪৮টি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের

- ২২-Jul-২০১৯ ০১:৩৪ অপরাহ্ন
:: ভোরের পাতা ডেস্ক ::
৪৮টি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের (আইএসপি) লাইসেন্স বাতিল করা হয়েছে। লাইসেন্স নবায়ন না করায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সোমবার (২২ জুলাই) বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের পরিচালক এমএ তালেব হোসেন স্বাক্ষরিত পৃথক দু’টি আদেশে একথা জানানো হয়েছে।
এছাড়া আগামী এক মাসের মধ্যে সব পাওনা পরিশোধের নির্দেশ দিয়ে বলা হয়েছে, অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তালিকা বিটিআরসির ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।
/কে