বল হাতে লঙ্কানদের চেপে ধরেছে বাংলাদেশ

- ২৩-Jul-২০১৯ ০৫:৪০ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
মূল সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কান বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। বল হাতে প্রস্তুতির শুরুটা দুর্দান্ত করেছেন দুই পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
রুবেলের করা ইনিংসের তৃতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছেন স্বাগতিক দলের অধিনায়ক নিরোশান ডিকভেলা। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন তিনি। এরপর ক্রিজে এসে থিতু হতে পারেননি ওশাদা ফার্নান্দোও। সাজঘরে ফিরেন রুবেলের শিকার হয়ে।
এর ফলে দলীয় ২৮ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে স্বাগতিকদের। শেষ খবর পাওয়া পর্যন্ত, ৮ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান। গুনাথিলাকা ২৬ ও বানুকা এ মুহূর্তে ব্যাট করছেন ৩ রান নিয়ে।
মূল লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি প্রস্তুতি শতভাগ নিশ্চিতের লক্ষ্য নিয়ে গা গরমের ম্যাচে অংশ নিচ্ছে সফরকারীরা। এই ম্যাচে খেলছেন না মাহমুদুল্লাহ রিয়াদ।
/কে