কুড়িগ্রামে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত

- ২৬-Jul-২০১৯ ০৯:৪৫ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
কুড়িগ্রাম সদর উপজেলায় বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। হতাহতরা সবাই ব্যাটারিচালিত অটোরিকশার আরোহী ছিলেন।
শুক্রবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে কাঁঠালবাড়ী কলেজের পাশে মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- কুড়িগ্রাম সদরের করিমের খামার জিগামারীর ঘাট এলাকার শুকুর আলীর ছেলে মোস্তফা (৩৫) ও তার স্ত্রী জ্যোস্না (২৮) এবং মোস্তফার নানী আমেনা ওরফে জোহরা বেওয়া (৭৫)।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ও অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নেন।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ওসি মাহফুজার রহমান জানান, কুড়িগ্রাম থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় আত্মীয়র বাড়ি লালমনিরহাট যাচ্ছিলেন তারা। এ সময় কুড়িগ্রাম থেকে রংপুরগামী কুমিল্লা-জ ১১-০০১০ অর্পণ নামে মিনিবাসটি পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান।
আহত হন আরও তিন জন। আহতদের মধ্যে অটোরিকশার চালক মানিকের (৩৫) অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।