২০ মিনিটে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন, নিহত ৮

- ২৭-Jul-২০১৯ ০৫:০১ পূর্বাহ্ণ
:: সীমানা পেরিয়ে ডেস্ক ::
ফিলিপাইনে শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত আটজনের মৃত্যু ও ৬০ জন আহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় একটি দ্বীপে শনিবার সকালে ভূমিকম্প দুটি আঘাত হানে।
দেশটির সংবাদমাধ্যম সূত্রে, স্থানীয় সময় শনিবার সকাল ৭টা ৩৭ মিনিটে দেশটির বাতানেস প্রদেশের ইতবায়াতে আঘাত হানা দ্বিতীয় ভূমিকম্পটিকে প্রাথমিকভাবে ৬.৪ মাত্রার বলা হলেও পরে তা কমিয়ে ৫.৯ বলে জানানো হয়।
ভূমিকম্পের কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পে বাড়িঘর ভেঙে যাওয়াসহ বিভিন্ন ভবন ভয়াবহভাবে প্রকম্পিত হয়। ড়কে ফাটল সৃষ্টি হওয়ায় বেশ কিছু এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। তবে, আপাতত সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
দেশটির ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি হয়নি। তবে বেশ কয়েকটি আফটার শকের কথা বলা হয়েছে।
ভূমিকম্পপ্রবণ অঞ্চলের দেশ ফিলিপাইনে গত এপ্রিলে অন্তত ১১ জন নিহত হন। সেদিন রাজধানী ম্যানিলার উত্তরাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।
/কে