ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

- ২৭-Jul-২০১৯ ০৬:৫৪ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশায় থাকা চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাকুন্দিয়া থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি এলাকায় একটি ট্রাক বিপরীতমুখী যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হয়। ওই ঘটনায় আহত হয় অন্তত আরও তিনজন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
/কে