ধলেশ্বরী নদীতে নেমে আইডিয়ালের ৩ শিক্ষার্থী নিখোঁজ

- ২৭-Jul-২০১৯ ০৯:৪৬ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
রাজধানীর অদূরে ঢাকার সাভারে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে ধানমন্ডি আইডিয়াল কলেজের তিন ছাত্র নিখোঁজ হয়েছেন।
শনিবার (২৭ জুলাই) দুপুরে সাভারের ব্যাংক টাউন এলাকায় ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
নিখোঁজ কলেজছাত্ররা হলেন- মেহেদী, আকাশ ও রাজন। তারা সবাই ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী।
জানা গেছে, দুপুরে ঢাকা থেকে কয়েকজন বন্ধু সাভারের ব্যাংক টাউন এলাকায় বেড়াতে আসেন। পরে তাদের মধ্যে চার জন ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন। এসময় তিন বন্ধু নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
/কে