নোয়াখালীতে পিকআপ ভ্যান উল্টে ৪ নির্মাণ শ্রমিক নিহত

- ২৮-Jul-২০১৯ ০৬:২৫ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
নোয়াখালীর চৌমুহনীতে একটি দ্রতগামী পিকআপ ভ্যান উল্টে চার নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন।
রবিবার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে বেগমগঞ্জ-ফেনী সড়কের করিমপুর রোড সিঙ্গার শোরুমের সামনে নির্মাণ শ্রমিকবাহী পিকআপ ভ্যানটি উল্টে এ দুর্ঘটনা ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। হতাহতদের সবার বাড়ি খুলনা ও বাগেরহাটের মোংলায়।
জানা গেছে, তারা সবাই প্রতিদিনের মতো নোয়াখালীর একটি বহুতল ভবনের কাজের জন্য ফেনী থেকে আসছিলেন।
ঘটনার পরপরই চৌমুহনী ও মাইজদীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। উল্টে যাওয়া গাড়ির নিচ থেকে সবাইকে উদ্ধার করে ছয়জনকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাকিদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্ত শেষে খুলনা ও মোংলায় পাঠানো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, করিমপুর রোডের ভেতরের একটি শাখা রোড থেকে ব্যাটারিচালিত অটোরিকশা দ্রতবেগে প্রধান সড়কে উঠে গেলে তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি আইল্যান্ডের উপর উঠে যায়। ফলে এ হতাহতের ঘটনা ঘটে।