ডেঙ্গুর কাছে হেরে গেলো ছোট্ট জারিফা

- ২৮-Jul-২০১৯ ০৮:১১ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ডেঙ্গু আক্রান্ত হয়ে টানা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর নিয়তির কাছে হেরে গেল নয় বছর বয়সী জারিফা জাহান৷ রবিবার (২৮ জুলাই) সকাল পৌনে নয়টায় ঢাকা শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়।
জারিফা আজিমপুর লিটল অ্যাঞ্জেলে স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। তার বাবার নাম জলিল আহমেদ, মা রেহানা আক্তার। রাজধানীর আজিমপুরে তাদের বাসা।
জারিফা মৃতদেহটি যখন ঢাকা শিশু হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। এ সময় তাদের কান্না থেকে কাঁদেন অন্যেরাও।
কান্নাজড়িত কণ্ঠে জারিফার মামা সুমন গণমাধ্যমকে বলেন, বুধবার জারিফাকে শিশু হাসপাতালে ভর্তি করি। ভর্তির পর থেকে সে আইসিইউতেই ছিল। আজ সকালে ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে ও চলে গেল।
জামিল-রেহানা দম্পতির দুই সন্তানের মধ্যে জারিফা ছোট। বড় বোন ফাইজার বয়স ১৩ বছর।