ঢামেকে ডেঙ্গুজ্বরে আরও এক নারীর মৃত্যু

- ৩০-Jul-২০১৯ ০৫:০২ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফারজানা (৪০) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার দিনগত রাত পৌনে ২টায় চিকিৎসাধীন তার মৃত্যু হয়। ফারজানা তার পরিবারের সঙ্গে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ফারজানা ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলেন। সোমবারই তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসিইউতে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
/কে