শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • ৩১-Jul-২০১৯ ০৮:৪৬ পূর্বাহ্ণ
Ads

:: স্পোর্টস ডেস্ক ::

টানা হারে আগেই সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। বুধবার তাই টাইগারদের লক্ষ্য অনন্ত তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে হোয়াইটওয়াশ এঁড়ানো। সে উদ্দেশ্যে নিয়েই এদিন বাংলাদেশ সময় বিকালে প্রেমাদাসা স্টেডিয়ামে নেমেছে তামিম ইকবালের দল। তার আগে হয়েছে টস। হেরেছে লাল-সবুজ প্রতিনিধিরা। তাই আগে সফরকারীদের নামতে হয়েছে ফিল্ডিংয়ে।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের লক্ষ্য ছিল সিরিজ জয়। কিন্তু স্বাগতিকদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে হেরে সে স্বপ্ন শেষ হয়েছে টাইগারদের। আজ অবশ্য সফরকারীদের লক্ষ্য হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচা।

সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। চোটের কারণে নেই মোস্তাফিজুর রহমান। অন্যদিকে অফ ফর্মের কারণে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তাদের জায়গায় খেলছেন রুবেল হোসেন ও এনামুল হক বিজয়।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও রুবেল হোসেন।

 

/কে 

Ads
Ads