চাইলেই সঙ্গে সঙ্গে ডেঙ্গু মোকাবেলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

- ৩-Aug-২০১৯ ০৯:৪২ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, চাইলেই সঙ্গে সঙ্গে ডেঙ্গু মোকাবেলা করা যায় না। সবার সমন্বয়ে দীর্ঘ সময় ধরে কাজ করতে পারলে এ সমস্যা মোকাবেলা করা যাবে। সাম্প্রতিক সময়ে কলকাতার বেশ কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা দীর্ঘ দুই বছর ধরে, তাদের ড্রেন-নালা পরিষ্কারসহ বিভিন্ন কার্যক্রম চালানোর পর তাদের শহর ডেঙ্গু মুক্ত ঘোষণা করেছে।
শনিবার (৩ আগস্ট) দুপুরে জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটে ১৫ আগস্ট শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এরইমধ্যে আমাদের সিটি করপোরেশনসহ সরকারি বিভিন্ন সংস্থাগুলো এডিস মশা প্রতিরোধ বা ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে।’ ডেঙ্গু মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীও ভূমিকা রাখবে বলে জানান তিনি।
তিনি বলেন, সিলেটে ইউনিয়নভিত্তিক বিট পুলিশিং চালু হয়েছে। রাজধানীতেও ওয়ার্ডভিত্তিক বিট পুলিশিং আছে। যেসব জায়গায় বিট পুলিশিং আছে। তারা ডেঙ্গু প্রতিরোধে কাজ করবে, এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকার এ বিষয়ে জনসচেতনতা গড়তেও কাজ করছে বলে জানান মন্ত্রী। বলেন, কিছুদিন আগে পদ্মা সেতু নির্মাণে মাথা লাগবে বলে গুজব ছড়িয়ে পড়ার পরেও সচেতনতা বাড়িয়ে সরকার পরিস্থিতি সামাল দিয়েছে। এখন কেউ যদি এ ধরনের গুজব ছড়ায়, মানুষ তাদের ধরে পুলিশের কাছে হস্তান্তর করছে। এছাড়া প্রয়োজনে ৯৯৯ ফোন করে তথ্য দিচ্ছে।