তারেকের যে নতুন মিশন নিয়ে খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলা ঢাকায়

- ৩-Aug-২০১৯ ১১:৩৭ পূর্বাহ্ণ
:: উৎপল দাস::
খালেদা জিয়ার অকাল প্রয়াত ছেলে আরাফাত রহমান ককোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি আজ ঢাকায় এসেছেন বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছেন।
দুপুরের পর তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোজা গুলশানে বেগম জিয়ার বাসভবনে অবস্থান করছেন।
সূত্র জানিয়েছে, শর্মিলা রহমানের এবারের সফরে তারেক রহমানের কয়েকটি গোপন এজেন্ডা বাস্তবায়নের জন্যই এসেছেন। শনিবার রাতেই তিনি বিএনপির কেন্দ্রীয় কয়েকজন প্রভাবশালী নেতাকে তলব করবেন। এছাড়া এ সফরে খালেদা জিয়ার সঙ্গেও পারিবারিক সদস্য হিসাবে দেখা করতে চাইবেন।
এবারের সফরে ছাত্রদলের নতুন কমিটির বিষয়ে বিশদ আলোচনা হতে পারে বলেও জানা গেছে।