ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

- ৫-Aug-২০১৯ ০৬:৪১ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালেই ১৩ জনের মৃত্যু হলো ডেঙ্গুতে।
ঢামেকে সবশেষ মারা যাওয়া শিশুর নাম হাসান (১৫)। তার বাবার নাম মোহাম্মদ আলী। খিলগাঁওয়ের সিপাইপাড়ায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত সে। তাদের গ্রামের বাড়ি ভোলার দৌলতখানে।
হাসানরা দুই ভাইবোন ছিল। মেরাদিয়া স্কুলে ক্লাস ফোরে পড়ত হাসান।
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসান ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল ৩ আগস্ট। রোববার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। এর আগে রাজধানীর খিদমাহ হাসপাতালে গত ২৮ জুলাই থেকে চিকিৎসাধীন ছিল সে।
/কে