'সাত কলেজের অধিভুক্ত বাতিল হলে ঢাকা অচল'

  • ৫-Aug-২০১৯ ০৭:৫৬ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা অধিভুক্ত বাতিল নয়, ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষে আন্দোলন করছে বলে জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক একেএম আবু বকর।

শিক্ষার্থীরা অধিভুক্তি বাতিলের পক্ষে নয় জানিয়ে বলেন, অধিভুক্তি বাতিল হলে হলে রাজধানী ঢাকাকে অচল করে দেয়ার ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (০৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ার সামনে ঢাবি অধিভুক্ত সাত কলেজর শিক্ষার্থীবৃন্দর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রয়োজনে শিক্ষার্থীরা সেশনজটের দুই বছরের হিসাব মাঠে দাঁড়িয়ে নেবে।

একেএম আবু বকর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ সাধারণ শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর এই অধিভুক্ত করাকে স্বাগত জানিয়ে আসছে। ইতিমধ্যে অধিভুক্তির ফলে আমাদের দুই বছরের বেশি সময় শিক্ষাজীবন নষ্ট হলেও গুণগত শিক্ষা আর প্রধানমন্ত্রীর উদ্যোগকে শ্রদ্ধা জানিয়ে ঐক্যমত পোষণ করে আসছি। 

তিনি বলেন, অধিভুক্ত করার পর থেকে বিভিন্ন সময়ে সাত কলেজে অযাচিত ফলাফল বিপর্যয়, সেশনজট নিরসন, দ্রুত ফল প্রকাশ, আলাদা প্রশাসনিক ভবন কাঠামো, প্রশ্নপত্র প্রনয়ণ ও উত্তরপত্র মূল্যায়ন এবং বার্ষিক ক্যালেন্ডার প্রকাশসহ পাচ দফা দাবিতে গণতান্ত্রিকভাবে যৌক্তিক আন্দোলন করে আসছি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কিছু দাবি বাস্তবায়ন করেছে, কিছু বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। আবার কিছু দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। এ সময়ে একটি কুচক্রী মহল আমাদের যৌক্তিক আন্দোলনকে বাঁধা গ্রস্থ করতে সাত কলেজের অধিভুক্ত বাতিলের দাবি তুলছে। যা আন্দোলনকারী হিসেবে আমাদের সঙ্গে সাংঘর্ষিক। এমতাবস্থায় আমরা অধিভুক্ত বাতিল নিয়ে শঙ্কিত। অধিভুক্ত বাতিল কিংবা আবারো অবৈজ্ঞানিক উপায়ে কোনো হটকারি সিদ্ধান্ত নেয়া হলে সাত কলেজের আড়াই লাখ শিক্ষার্থী বসে থাকবে না। 

আবু বকর বলেন, অধিভুক্ত বাতিলের মতো সিদ্ধান্ত নেয়া হলে সদরঘাট থেকে মহাখালী পর্যন্ত কঠোর আন্দোলন গড়ে তুলব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে বলেন, ঢাবির শিক্ষার্থীদের সাত কলেজ অধিভুক্ত বাতিল আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো শতাধিক অধিভুক্ত প্রতিষ্ঠান রয়েছে। তারা যেভাবে পরিচালিত হয় আমরা সাত কলেজও সেই একই পন্থায় পরিচালিত হতে চাই। 

 

/কে

Ads
Ads