বিএনপির ৯ নেতার বিরুদ্ধে মামলা

- ৫-Aug-২০১৯ ০৮:৪০ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯ নেতার বিরুদ্ধে মামলা করেছেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
সোমবার (০৫ আগস্ট) সকালে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে তিনি এ মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা আমান উল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বুয়েটের বহিষ্কৃত শিক্ষক হাফিজুর রহমান রানা ও ছাত্রদল নেতা এমদাদুল হক ভূঁইয়া।
মামলাসূত্রে জানা যায়, গত ২৩ জুলাই বুয়েটের শিক্ষক হাফিজুর রহমান রানা রেজিস্ট্রিযোগে বাদীকে একটি চিঠি পাঠান। চিঠিতে ১৫ আগস্ট আইএস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের খুন করার হুমকি দেওয়া হয়। পরে তারেক রহমানের নেতৃত্বে গঠন করা হবে নতুন বাংলাদেশ। সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে চিঠিতে। মামলায় তারেক রহমানসহ সকলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছে।
/কে