ডেঙ্গু টেস্ট কিটে সব ধরনের ভ্যাট প্রত্যাহার

- ৫-Aug-২০১৯ ০১:৩৩ অপরাহ্ন
:: ভোরের পাতা ডেস্ক ::
ডেঙ্গু টেস্ট কিট, ডেঙ্গু রি-এজেন্ট, প্লাটিলেট ও প্লাজমার কিটের ওপর থেকে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর ও আগাম আয়করে অব্যাহতি দিয়েছে সরকার।
সোমবার (৫ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঔষধ প্রশাসন অধিদফতর অনুমোদিত পরিমাণ পণ্য আমদানিতে এ সুবিধা কার্যকর হবে। পণ্যগুলো মানসম্মত কিনা তা মনিটরিং করবে ঔষধ প্রশাসন অধিদফতর। এ সুবিধা ৩১ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
উল্লেখ্য, ডেঙ্গুর মহামারি অবস্থা বিরাজ করছে সারাদেশে। স্বাস্থ্য অধিদপ্তরে থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে, ডেঙ্গু আতঙ্কে ঢাকার হাসপাতালগুলোতে এই রোগ পরীক্ষার হিড়িক পড়ায় ডেঙ্গুর পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটের সংকট দেখা দিয়েছে বাজারে, দামও বেড়েছে কয়েক গুণ। কোনো কোনো বেসরকারি হাসপাতাল ডেঙ্গু পরীক্ষা বন্ধ করে দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। সারাদেশের এমন অবস্থার পরিপ্রেক্ষিতে ডেঙ্গু টেস্ট কিটে সব ভ্যাট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।