লিবিয়ায় ড্রোন বিমান হামলায় নিহত ৪৩

  • ৫-Aug-২০১৯ ০২:৪৮ অপরাহ্ন
Ads

:: সীমানা পেরিয়ে ডেস্ক ::

লিবিয়ার দক্ষিণাঞ্চলে মুরজুক শহরে ড্রোন বিমান হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫১ জন।

রোববার রাতে এ হামলা চালানো হয়েছে। সোমবার দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। 

লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) শহরটিতে হামলা চালানোর বিষয়ে এক বিবৃতিতে জানিয়েছে, পাশের দেশ চাদের বিরোধী যোদ্ধাদেরকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। বেসামরিক নাগরিকদেরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়নি। ।

রাজধানী ত্রিপোলি ভিত্তিক প্রেসিডেনশিয়াল কাউন্সিল এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে। এই হামলার দায়ী হাফতারের অনেক সৈন্যকে আটক করা হয়েছে। 

প্রেসিডেনশিয়াল কাউন্সিল এক বিবৃতিতে লিবিয়ায় জাতিসংঘ মিশনের কাছে এই হামলার ঘটনা তদন্ত করার দাবি জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে এই হামলায় ভুক্তভোগীদের মরদেহগুলো দেখা গেছে।

উল্লেখ্য, এলএনএ চলতি বছরের শুরুতে মুরজুক দখল করে। তেল উৎপাদনকারী দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করতে মুরজুক শহরটি দখল করা হয়। 

Ads
Ads