চট্টগ্রাম কাস্টমসে অনিয়মের অভিযোগে ২৪ জনের বিরুদ্ধে দুদকের ১৮ মামলা

- ৬-Aug-২০১৯ ০৮:০২ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ঘুষ লেনদেন ও অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম কাস্টমসের ২৪ কর্মকর্তা, কর্মচারী ও আমদানিকারকের বিরুদ্ধে ১৮টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (০৬ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাগুলো করা হয়েছে। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম কাস্টম হাউসে সীমাহীন দুর্নীতি ও অনিয়ম উদ্ঘাটন হওয়ায় এ মামলাগুলো করা হয়েছে। মামলাগুলোতে কাস্টমস অফিসার, কাস্টমস কমর্চারী ও আমদানিকারক রয়েছেন।
আসামিরা হলেন- শফিউল আলম (অব.রাজস্ব কর্মকর্তা), হুমায়ুর কবির (অব. রাজস্ব কর্মকর্তা), মো. নিজামুল হক (অব. রাজস্ব কর্মকর্তা), সৈয়দ হুমায়ুন আখতার (অব. রাজস্ব কর্মকর্তা), মো. সফিউল আলম (অব. রাজস্ব কর্মকর্তা), মো. কাসিফ ফোরকান (প্রোপাইটর-মেসার্স গ্যাবী ট্রেড ইন্টারন্যাশনাল), মো. হারুন শাহ (স্বত্বাধিকারী এমআর কর্পোরেশন), মো. আবুল হাসনাত সোহাগ, মো. মমিনুল ইসলাম, মির্জা মো. আহসানুজ্জামান, এমএ আলীম, মো. মুসা ভূঁইয়া, মইনুল আলম চৌধুরী, হাজী ফোরকান আহমেদ, মো. সাইফুর রহমান, মো. নুরুল আলম, মো. জহিরুল ইসলাম, মো. রুবেল আহমেদ, মো. আইনুল হক, মো. সাহিদুর রহমান, মো. সাইফুল ইসলাম, ফাহাদ আবেদীন সোহান, জোতিময় সাহা।
জানা গেছে, আসামিরা একে অপরের যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজ দেখিয়ে আমদানি পণ্য খালাস করতেন।
/কে