বঙ্গবন্ধু স্যাটেলাইটে সব চ্যানেলের সম্প্রচার ৩ মাসের মধ্যে

  • ৬-Aug-২০১৯ ১২:০৮ অপরাহ্ন
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

বঙ্গবন্ধু স্যাটেলাইটে দেশের সব টেলিভিশন চ্যানেলের সম্প্রচার ৩ মাসের মধ্যে করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুরে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, দেশের বেসরকারি ছয়টি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারের জন্য এর মধ্যে আবেদন করেছে। এসব টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারে প্রস্তুতি নিচ্ছে। তবে স্যাটেলাইট ব্যবহারের দিনক্ষণ ঠিক করবে স্যাটেলাইট কর্তৃপক্ষ। আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই বেসরকারি টিভি চ্যানেলগুলো এই স্যাটেলাইট ব্যবহারের সুযোগ পাবে।

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার সফল হয়েছে। বাংলাদেশ টেলিভিশন বর্তমানে পূর্ণ মাত্রায় বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে বেসরকারি টিভিগুলোও এই স্যাটেলাইট ব্যবহার শুরু করতে পারবে।

 

/কে 

Ads
Ads