মৃত্যুর আগে শেষ ট্যুইটে কাশ্মীর নিয়ে যা বলেছিলেন সুষমা

- ৭-Aug-২০১৯ ০৬:৩৪ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
একদিকে সন্ত্রাসবাদ-জঙ্গি অনুপ্রবেশ, পাকিস্তানের তর্ক-বিতর্ক, অন্যদিকে কাশ্মীর-৩৭০ ধারা বিলোপ নিয়ে যখন দেশের রাজনৈতিক তথা সামগ্রিক পরিস্থিতি উত্তপ্ত, তার মাঝেই মর্মান্তিক খবর। চলে গেলেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মঙ্গলবার রাত ১০টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন সুষমা স্বরাজ। দিল্লির দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে তাকে ভর্তি করা হয়। রাখা হয় ইমারজেন্সিতে। কিন্তু শেষরক্ষা হয়নি। কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
৩৭০ ধারা বিলোপ নিয়ে কয়েক ঘণ্টা আগে ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছিলেন সুষমা স্বরাজ।
তিনি ট্যুইট করে লিখেছিলেন, 'প্রধানমন্ত্রীজি আপনাকে অভিনন্দন। আমি আমার জীবনে এই দিনটি দেখার জন্যই প্রতীক্ষা করছিলাম।'