ডাক্তারের চোখ তুলে নেওয়ার হুমকি দিলেন ছাত্রলীগ নেতা!

  • ৭-Aug-২০১৯ ০৯:৩৫ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

আবারো আক্রান্ত চিকিৎসক- এবার ঢাকার আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে।

সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ সামলাতে নিজের জীবনকে বিপন্ন করে দিনরাত পরিশ্রম করছে বাংলাদেশের চিকিৎসক সমাজ, তখনো থেমে নেই কর্মক্ষেত্রে ডাক্তার নির্যাতন।

গতরাত প্রায় দুটোর দিকে কলম দিয়ে কর্তব্যরত ডাক্তারের চোখ তুলে নিতে চাইলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি নূরে-আলম আশিক। ডাক্তারের কলার ধরলেন। নিজেকে মিথ্যে পরিচয় দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে।

নিগৃহীত ডাক্তার নিজেও ঢাকা মেডিক্যাল ছাত্রলীগ এবং দক্ষিন মহানগর শাখার নেতা ছিলেন।

সন্ত্রাসী নূরে-আলমের এই সন্ত্রাসী কার্যক্রমের তীব্র প্রতিবাদ করছি। আশা করি, কেন্দ্রীয় ছাত্রলীগ এই সন্ত্রাসীর বিরূদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়া হবে। 

হয়তো ছাত্রলীগের নেতা হওয়া সহজ, তবে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা কঠিন। একজন প্রাক্তন ছাত্রলীগার হিসেবে এই সন্ত্রাসীর কর্মকাণ্ডে আমি লজ্জিত।

(ফেসবুক থেকে সংগৃহীত)

Ads
Ads