গাবতলি পশুর হাটে চলছে র‍্যাবের অভিযান

  • ৯-Aug-২০১৯ ০১:২৪ অপরাহ্ন
Ads

কোরবানির ঈদ এলেই কৃত্রিম ভাবে গরু মোটাতাজাকরণের কাজ বেড়ে যায়। এ মোটাতাজাকরণের বিরুদ্ধে গাবতলি পশুর হাটে অভিযান চালাচ্ছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

:: ভোরের পাতা ডেস্ক ::

শুক্রবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে এ অভিযান শুরু করেন র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। অভিযানে সহযোগিতা করছেন র‍্যাব-৪ এর সদস্যরা।

অভিযানে দেখা যায়- যেসব গরু মোটাতাজা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অভিযান চলছে। এখন পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি। যারাই গরু মোটাতাজা করেছে তাদেরকে জরিমানা করা হবে বলে জানায় র‍্যাব।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম ব্রেকিংনিউজকে বলেন, ‘প্রাণীদেহে স্টেরয়েড বা ওষুধের কার্যকারিতা শুরু হতে ৫ থেকে ৬ ঘণ্টা সময় লাগে। তবে এসব ওষুধ ছাড়া বৈজ্ঞানিক উপায়ে গরু মোটাতাজা করতে হলে কমপক্ষে ৯০ থেকে ১২০ দিন আগে থেকে গরুর লালন-পালন পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। কিন্তু কিছু অতি লোভী ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় গরু মোটাতাজাকরণের ওষুধ দিয়ে তাদের পশু মোটাতাজা করছে।’

Ads
Ads