যমুনায় নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ৩

  • ১৩-Aug-২০১৯ ০৯:২৫ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে দুই নারী নিহত ও ৩ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জহুরা খাতুন ও আমেন খাতুন। নিখোঁজ তিনজনের পরিচয় জানা যায়নি।

জানা যায়, প্রায় ৫০ থেকে ৬০জন যাত্রী নিয়ে একটি নৌকা যমুনা নদী হয়ে কালিতলার দিকে যাচ্ছিল। এরই মধ্যে মাঝ নদীতে গিয়ে নৌকাটি ডুবে যায়। এতে যমুনার পানিতে ডুবে নৌকার দুই নারীর মৃত্যু হয়। তিনজন যাত্রী নিখোঁজ রয়েছেন। বাকিরা নিরাপদে নদী থেকে উঠতে পেরেছেন।

নিখোঁজ যাত্রীদের উদ্ধারে নানাভাবে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত।

Ads
Ads