দাদাবাড়িতে ঘুরতে এসে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  • ১৩-Aug-২০১৯ ০৫:২১ অপরাহ্ন
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের ডোমড়াকান্দি গ্রামে দাদাবাড়িতে ঈদ করতে এসে পানিতে ডুবে সামিয়া (৮) ও ইলমা (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকাল ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত সামিয়া ওই গ্রামের খলিল মিয়ার মেয়ে ও ইলমা করিম মিয়ার মেয়ে। তারা দুজন ঢাকার একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মো. সালাহ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছিলাম। পরে জানতে পারি দুজনকে দাফন করা হয়েছে।

পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য আব্দুল আজিজ জানান, দুপুর দেড়টার দিকে পরিবারের কাউকে না জানিয়ে সামিয়া ও ইলমা বাড়ির পাশে মেঘনা নদীতে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানার কারণে তারা পানিতে ডুবে যায়। পরে বাড়ির লোকজনের খোঁজাখুঁজির ঘণ্টা দেড়েক পর নদী থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। বিকালে তাদের মরদেহ দাফন করা হয়েছে।

Ads
Ads