নরসিংদীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

  • ১৪-Aug-২০১৯ ০৪:৩৩ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ দুজন নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাতে শিবপুরের চান্দারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবপুরের ধানুয়া গ্রামের হারুন মিয়ার মেয়ে লামিয়া আক্তার (২৪) ও একই উপজেলার বৈলাব গ্রামের সিএনজি চালক রিপন মিয়া (৩৫)। নিহত লামিয়া আক্তার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন লামিয়ার মা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আসমউল হুসনা, মজিবুর রহমান (২৬) ও রহিম (৩৮)।

শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক আফতাব উদ্দিন দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার চান্দারটেক এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের সঙ্গে ইটাখলাগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক রিপনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা লামিয়াকে মৃত ঘোষণা করেন।

অন্যদের নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

Ads
Ads