ময়মনসিংহে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

- ১৪-Aug-২০১৯ ০৬:০৮ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁঠালগ্রামে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আবুল হাসেম (৫৫), তার ছেলে জহিরুল (২৫) ও ভাতিজা আজিবুল (২৬)।
জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িতে এসে হামলা চালায়। এ সময় আবুল হাসেম ও জহিরুল ঘটনাস্থলেই নিহত হন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জহিরুল।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশ এ খবর নিশ্চিত করেছে।