এবার ভিপি নূর নিজ শহরে হামলার শিকার

- ১৪-Aug-২০১৯ ০৯:৩৯ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
আবারো হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর।
বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে নিজ শহর পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বাজারে হামলার শিকার হন তিনি। এ সময় নূরের সঙ্গে থাকা তার অন্তত ২৫ জন সঙ্গী আহত হয়েছেন। এছাড়াও নূরের বহরে থাকা ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
জানা গেছে, গলাচিপা থেকে মোটরসাইকেলে দশমিনায় তাদের বাড়ি যাওয়ার পথে উলানিয়া ব্রিজের কাছে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এতে নুরুল হক নূর গুরুতর আহত হন। বর্তমানে তিনি অজ্ঞান অবস্থায় রয়েছেন। এ হামলায় নূরের সঙ্গে থাকা আরও অন্তত ২৫ জন আহত হন। বর্তমানে তারা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন বলেও দাবি করেন তিনি।
গলাচিপা থানার ওসি আকতার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কিছুসংখ্যক দুষ্কৃতকারী এ হামলা চালিয়েছে। তবে কে বা কারা হামলা চালিয়েছে এ বিষয়ে ওসি বিস্তারিত কিছু জানাতে পারেননি।
/কে