চাপা পড়ে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

  • ১৪-Aug-২০১৯ ০২:০৪ অপরাহ্ন
Ads

 :: ভোরের পাতা ডেস্ক ::

মালয়েশিয়ায় কংক্রিটের স্তুপে চাপা পড়ে আইনাল হক (৪১) নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আইনালের বাড়ি কুমিল্লায়।

বুধবার (১৪ আগস্ট) কুয়ালালামপুরের পান্তাই বারু, পান্তাই মেডিকেল সেন্টারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ফায়ার অ্যান্ড রেসকিউ অপারেশনস (বিবিপি) কমান্ডার হামিদ বিন দাউদ জানান, খবর পেয়ে দুপুর দেড়টায় দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।

বিবিপি পান্টাইয়ের প্রায় দশ জন ক্রু সদস্য এবং দুটি গাড়ি ৬ মিনিট পরে ঘটনাস্থলে এসে একটি স্টিলের গাদাতে আক্রান্ত এক নির্মাণ শ্রমিককে দেখতে পান।

একটি ক্রেনে করে কংক্রিটের স্তুপে কাজ করার সময় ঘটনাটি ঘটেছিল। পরে বিবিপি পান্টাইয়ের দমকলকর্মীরা কংক্রিটের স্তূপ সরিয়ে আইনালের লাশ উদ্ধার করা হয়।

 

/কে 

Ads
Ads