ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

- ১৫-Aug-২০১৯ ০৭:৩৫ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার নওপাড়া নামক স্থানের এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বরিশাল থেকে সৈয়দপুরগামী তুহিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ফরিদপুর থেকে টেকেরহাটগামী একটি লোকাল বাসের মধ্যে মুখোমুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
আতাউর রহমান জানান, দুর্ঘটনাস্থলে লোকাল বাসের চালক স্থানীয় নগরকান্দা উপজেলার রওশন ফকির (৩৫) ও রাজবাড়ী
সদর উপজেলার মীরা কুন্ডু (৬০) নামের এক নারী যাত্রী মারা যান। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরো একজন বাসযাত্রী ।
আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
/কে