কিশোরগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে তিনজন নিহত

  • ১৫-Aug-২০১৯ ০৮:৩৬ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত ও ৪ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে আচমিতা ইউনিয়নের ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামাল উদ্দিন, তোফাজ্জল ও উমর ফারুক। এদের মধ্যে জামাল উদ্দিনের বাড়ি করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামে। বাকি দু’জনের বাড়ি জেলার ইটনা উপজেলার বয়রা গ্রামে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি ভৈরব যাচ্ছিল। কটিয়াদী উপজেলার আচমিতা নামক স্থানে গেলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় লোকজন অটোরিকশার যাত্রীদেরকে উদ্ধার করে গুরুতর আহত তিনজনকে বাজিতপুর উপজেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। অপর আহত চারজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শামা মো. ইকবাল হায়াত জানান, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত তিনজনের মৃত্যুর খবর পেয়েছেন তিনি। হাসপাতাল সূত্রও তিনজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। 

দুর্ঘটনার পর কটিয়াদী হাইওয়ে থানার পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

 

/কে 

Ads
Ads