বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

- ১৬-Aug-২০১৯ ০৬:৫৯ পূর্বাহ্ণ
:: ভোরের পাতা ডেস্ক ::
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলায় যাত্রীবাহী বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, বাস ও প্রাইভেটকারটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রামগোপালপুর এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়। আহত দু’জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল পাঠানো হয়েছে।
/কে