মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন, কাজ করছে ১৫ ইউনিট

  • ১৬-Aug-২০১৯ ০২:১৯ অপরাহ্ন
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

রাজধানীর মিরপুর রূপনগর এলাকায় একটি বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার কিছু পরে রূপনগর থানার পেছনে চলন্তিকার মোড় এলাকায় ঝিলপাড় বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টা ২২ মিনিটে তাদের আগুনের কথা জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ফায়ার স্টেশনের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা ডিউটি অফিসার এরশাদ হোসেন রাত আটটার দিকে জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Ads
Ads