মহাখালীতে পরিত্যক্ত টায়ারে এডিস মশার লার্ভা, ৫ লাখ টাকা জরিমানা

  • ১৯-Aug-২০১৯ ১১:৫১ পূর্বাহ্ণ
Ads

:: ভোরের পাতা ডেস্ক ::

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পেছনে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা টায়ার দু’টির কাছে দাঁড়িয়ে দেখলে বোঝার উপায় নেই সেখানে মশা আছে। কিন্তু ওষুধ স্প্রে করতেই বেরিয়ে এলো অগণিত মশা।

বিষয়টি দেখে ক্ষুব্ধ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম সঙ্গে সঙ্গেই ঘোষণা দিলেন জরিমানা ও শাস্তির। কিন্তু মহাখালী বাস টার্মিনালের পেছনের ওই জমির মালিক কে তা জানা গেলেও সেখানে কে টায়ার রেখেছে তা শনাক্ত হয়নি।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে মেয়র এডিস মশা নির্মূল ও অন্যান্য সমস্যা সমাধানে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন। টার্মিনালের পেছনের খাল ও এডিস মশা জন্মাতে পারে এমন সম্ভাব্য জায়গা পরিদর্শন করেন তিনি।

এ সময় একটি টায়ারে ওষুধ স্প্রে করার পর মশা দেখতে পাওয়ায় টায়ার মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন আতিকুল ইসলাম।

মেয়র আতিক বলেন, এসব টায়ার থেকে এডিস মশা জন্ম নেয়। আমি আরও ১৫ দিন আগে এসব টায়ার সরাতে বলেছিলাম। কিন্তু কেউ তা করেনি। এ জন্য এ টায়ার মালিককে জরিমানা এবং অনাদায়ে শাস্তি দেওয়া হলো।

এরপর বাসমালিকদের পক্ষ থেকে জানানো হয়, জরিমানা করা টায়ার পরিত্যক্ত। এগুলো কিনে রাবার বের করা হয়। যারা এগুলো কিনেছে তাদের শনাক্ত করে জরিমানা আদায় করা হবে।

Ads
Ads